Friday, March 29, 2024
Homeজেলাএকটি টিউবওয়েল দীর্ঘদিন অকেজো, সমস্যায় সাগরের হরিণবাড়ি সত্যবতী স্কুলের পড়ুয়ারা

একটি টিউবওয়েল দীর্ঘদিন অকেজো, সমস্যায় সাগরের হরিণবাড়ি সত্যবতী স্কুলের পড়ুয়ারা

বিশ্ব সমাচার, সাগর: সাগরের হরিণবাড়ি সত্যবতী অবৈতনিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা পড়েছে পানীয় জলের সমস্যায়। জলের অভাবে পড়ুয়াদের মিড ডে মিলের বাসন ধোয়া চলছে পুকুরের জলে। পুকুরে বাসন ধুতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও আছে। তবুও জলের সঙ্কট মেটেনি। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের হরিণবাড়ি সত্যবতী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটি মাত্র টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

একটি টিউবওয়েল দীর্ঘদিন অকেজো, সমস্যায় সাগরের হরিণবাড়ি সত্যবতী স্কুলের পড়ুয়ারা

পড়ুয়াদের সুবিধার্থে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আছে। দিনের নির্দিষ্ট সময়ে সেই জল ট্যাঙ্কে ভরে রেখে তা ব্যবহার করে পড়ুয়ারা। কিন্তু বিদ্যুৎ না থাকলে সেই জল ট্যাঙ্ক ভর্তি করা যায় না। ট্যাঙ্কের জলও ব্যবহারের উপযোগী নয় বলে অভিযোগ অভিভাবকদের।

একটি টিউবওয়েল দীর্ঘদিন অকেজো, সমস্যায় সাগরের হরিণবাড়ি সত্যবতী স্কুলের পড়ুয়ারা

স্কুলের পাশের পুকুরের জলই ভরসা ওই স্কুলের শিশুদের। সেই জলে চলে দৈনন্দিন কাজকর্ম। দুর্ঘটনার পাশাপাশি যে কোনও সময় জলবাহিত রোগের আশঙ্কা রয়েছে। বর্তমানে ১৬০ জন পড়ুয়া এই স্কুলে লেখাপড়া করে।
অভিভাবকরা বলেন, নলকূপ না থাকার কারণে ছোট ছোট ছেলেমেয়েদের খুব সমস্যা। তাই খুব শীঘ্রই নতুন নলকূপ করার দাবি জানাচ্ছি।

একটি টিউবওয়েল দীর্ঘদিন অকেজো, সমস্যায় সাগরের হরিণবাড়ি সত্যবতী স্কুলের পড়ুয়ারা

এই বিষয়ে ওই স্কুলের একজন শিক্ষক বললেন, বিদ্যুৎ থাকলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু বিদ্যুৎ না থাকলেই খুব সমস্যা হয়। একটা নলকূপ হলে পড়ুয়াদের সুবিধা হয়। এ বিষয়ে রামকরচক গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিকুমার দাস বলেন, খুব শীঘ্রই ওই স্কুলে নতুন নলকূপ বসানো হবে।

Most Popular