Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাঅত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌশুনীতে তৈরি হচ্ছে নদী বাঁধ

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌশুনীতে তৈরি হচ্ছে নদী বাঁধ

নতুন করে শুরু হল মৌশুনী দ্বীপকে বাঁচানোর লড়াই। নদী গ্রাসের ফলে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌশুনী দ্বীপের দৈর্ঘ্য ক্রমশ কমে আসছে। দিনের পর দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মৌশুনী দ্বীপের নদী তীরবর্তী এলাকাগুলি। এবার মৌশুনী দ্বীপকে বাঁচাতে শুরু হল নতুন লড়াই। মৌশুনী গ্রাম পঞ্চায়েতের পয়লা ঘেরীর বাগডাঙ্গা ও কুসুমতলা সংলগ্ন নদী বাঁধ মেরামতের কাজ শুরু হল।

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌশুনীতে তৈরি হচ্ছে নদী বাঁধ

শনিবার এই কাজের শুভ সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। স্থানীয় সূত্রে জানা যায়, এই নদী বাঁধের দৈর্ঘ্য আনুমানিক প্রায় ১৮০০ মিটার। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই নদী বাঁধটি মেরামত করা হবে। এবিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, প্রায় ১৮শ মিটার নদী বাঁধের মধ্যে ১৫শ ৪০ মিটার নদী বাঁধের কাজ চলছে। বাকি রয়েছে ২৫০ মিটার নদী বাঁধ।

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌশুনীতে তৈরি হচ্ছে নদী বাঁধ

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই নদী বাঁধটি মেরামত করা হবে। মূলত ট্রেটাপট দিয়ে ওই নদী বাঁধের মেরামত করা হবে। এই নদী বাঁধ মেরামতের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে এদিন মৌশুনী বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়। এবিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, শীঘ্রই এই কেন্দ্রটি ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র করা হবে।

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌশুনীতে তৈরি হচ্ছে নদী বাঁধ

এ বিষয়ে নবান্নে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। করোনার কারণে এই অনুমোদন একটু পিছিয়ে গিয়েছে। তবে শীঘ্রই ঘোষনা করা হবে। রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবারেও ব্যবস্থা করা হবে। এছাড়াও এদিন মৌশুনীর বালিয়াড়াতে সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের একটি ট্যাপের উদ্বোধন করা হয়। ৮ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। তবে এদিন নদী বাঁধ মেরামতের জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সেচ মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Most Popular