Tuesday, April 16, 2024
spot_img
Homeরাজ্য'সরকারের ভূমিকা সঠিক থাকলে প্রশংসা করব, ভুল থাকলে সমালোচনা করব': বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘সরকারের ভূমিকা সঠিক থাকলে প্রশংসা করব, ভুল থাকলে সমালোচনা করব’: বিচারপতি গঙ্গোপাধ্যায়

স্টাফ রিপোর্টার: শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে, তাহলে তার প্রশংশা আমি করবই। বুধবার বুধবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন এমনটাই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা দিয়েছে তাঁকে।

'সরকারের ভূমিকা সঠিক থাকলে প্রশংসা করব, ভুল থাকলে সমালোচনা করব': বিচারপতি গঙ্গোপাধ্যায়

তবে গত রবিবার যে টেট পরীক্ষা হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। আর এবার সেই প্রশংসার ব্যাখ্যা দিসেন বিচারপতি।বিচারপতি বলেন, ‘সরকারের ভূমিকা যদি সঠিক থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’

Most Popular