Thursday, March 28, 2024
Homeরাজ্যআবাস যোজনায় ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের...

আবাস যোজনায় ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের তালিকা নিয়ে পুনরায় যাচাই সমীক্ষার নির্দেশ নবান্নের

স্টাফ রিপোর্টার: আবাস যোজনা নিয়ে বড় নির্দেশ জেলাগুলিকে দেওয়া হল নবান্নের তরফে। ১৫% বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের তালিকা নিয়ে পুনরায় যাচাই সমীক্ষা করার নির্দেশ জেলাগুলিকে দিল নবান্ন। নির্দেশে বলা হয়েছে, এই সমীক্ষা করার সময় সমীক্ষক দলের সঙ্গে নিরাপত্তার জন্য পুলিশ দিতে হবে। এই সমীক্ষার উদ্দেশ্যই হবে গোটা বিষয়টি ভাল করে পরীক্ষা করে দেখা ৷

আবাস যোজনায় ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের তালিকা নিয়ে পুনরায় যাচাই সমীক্ষার নির্দেশ নবান্নের

যাতে কোনওভাবেই অযোগ্য উপভোক্তার নাম তালিকায় ঠাঁই না পায়। এ ছাড়াও পুলিশকে স্বাধীনভাবে র‍্যানডাম ভিত্তিক সমীক্ষার রিপোর্ট পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। সমীক্ষার কাজে উপযুক্ত ডকুমেন্টেশনের ওপরেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে জেলা প্রশাসন গুলিকে।নবান্ন সূত্রে খবর,

আবাস যোজনায় ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের তালিকা নিয়ে পুনরায় যাচাই সমীক্ষার নির্দেশ নবান্নের

এর জন্য বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে এই সমীক্ষার ওপর ভিডিওগ্রাফি, ছবি-সহ রিপোর্ট দিতে হবে। এই সমীক্ষা করার সময় যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গোটা কাজটাই ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তার জন্য বিভিন্ন জেলাকে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।

আবাস যোজনায় ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের তালিকা নিয়ে পুনরায় যাচাই সমীক্ষার নির্দেশ নবান্নের

প্রশাসনিক মহলের একাংশ মনে করছে আবাস যোজনা সমীক্ষা করতে গিয়ে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হয়েছে প্রথম দফায় আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেক্ষেত্রে অনেকের নামই এখনও বাতিল না পড়ার সম্ভাবনা থেকে যেতেই পারে। তার জন্যই পুনরায় এই যাচাই সমীক্ষা করা হবে।

Most Popular