Friday, March 29, 2024
Homeরাজ্যষড়যন্ত্র সত্ত্বেও নির্বিঘ্নেই হয়েছে টেট: ব্রাত্য বসু

ষড়যন্ত্র সত্ত্বেও নির্বিঘ্নেই হয়েছে টেট: ব্রাত্য বসু

স্টাফ রিপোর্টার: প্রাথমিক টেট বানচাল করার চেষ্টা হতে পারে, আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, আগাম প্রশ্ন বলে দেওয়ার নামে টাকা চাওয়া হচ্ছে। কিন্তু সেই সমস্ত অভিযোগ-আশঙ্কা উড়িয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

ষড়যন্ত্র সত্ত্বেও নির্বিঘ্নেই হয়েছে টেট: ব্রাত্য বসু

পরীক্ষার দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্রের ছবি ঘুরতে শুরু করে। সঙ্গে ছিল উত্তরপত্রও। দাবি করা হচ্ছিল, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পর্ষদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সাইবার সেলকে খবর দেয়। তারা প্রশ্নপত্র যাচাই করে দেখেন পুরোটাই ভুয়ো।

ষড়যন্ত্র সত্ত্বেও নির্বিঘ্নেই হয়েছে টেট: ব্রাত্য বসু

যা দেখে শিক্ষামন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে সুষ্ঠুভাবে টেট নিতে না পারে, পরীক্ষা বানচাল করা যায়, তার অনেক চেষ্টা করা হয়েছিল। বিরোধীরা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। কিন্তু কড়াহাতে পর্ষদ সেই বিপত্তি এড়িয়ে পরীক্ষা নিল।নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে।”

Most Popular