Friday, April 19, 2024
spot_img
Homeদেশমোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন মোদী, টিকিট কেটে চড়লেন মেট্রোও

মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন মোদী, টিকিট কেটে চড়লেন মেট্রোও

সংবাদ সংস্থা : রবিবার নাগপুর রেলওয়ে স্টেশনে নাগপুর থেকে বিলাসপুরের সঙ্গে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এটি দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস, যেটিকে সবুজ পতাকা দেখালেন তিনি৷ সেই সময় মোদীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।

মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন মোদী, টিকিট কেটে চড়লেন মেট্রোও

এছাড়া অজনিতে সরকারি লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ডিপো এবং নাগপুর-ইটারসি থার্ড-লাইন প্রকল্পের কোহলি-নারখের অংশটিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পগুলি যথাক্রমে প্রায় ১১০ কোটি টাকা এবং প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।প্রধানমন্ত্রী মোদীকে এদিন ঢোল বাজাতে দেখা যায়। এদিকে নিজে টোকেন কেটে নাগপুর মেট্রোতেও চড়েন মোদী।

মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন মোদী, টিকিট কেটে চড়লেন মেট্রোও

মেট্রোতে পড়ুয়া এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে গল্পে মজেন প্রধানমন্ত্রী মোদী। মেট্রোতে চড়ে ফ্রিডম পার্ক থেকে খাপরি পর্যন্ত সফর করেন মোদী।এদিন নাগপুর এবং অজনি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী। স্টেশনগুলি যথাক্রমে প্রায় ৫৯০ কোটি এবং ৩৬০ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে। নাগপুর মেট্রোর ফেজ-১-এরও এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী।

মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন মোদী, টিকিট কেটে চড়লেন মেট্রোও

সেখানে উপস্থিত ছাত্রছাত্রী ও অন্যান্য যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। পরে বিদর্ভ এলাকার আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করতে এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।এদিন প্রধানমন্ত্রী সব মিলিয়ে প্রায় ৭৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। নাগপুরের পর গোয়ায় মোপা আন্তর্জাতিক বিমানবন্দরেরও উদ্বোধন করেন মোদী।

Most Popular