Saturday, April 20, 2024
spot_img
Homeজেলাবাংলাদেশে পাচারের আগেই চক্রের পান্ডা পুলিশের জালে, উদ্ধার ৬১টি মোবাইল

বাংলাদেশে পাচারের আগেই চক্রের পান্ডা পুলিশের জালে, উদ্ধার ৬১টি মোবাইল

বান্টি মুখার্জি, ক্যানিং: মোবাইল চুরি করে তা পাচার করা হত দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। সেই চক্রের পান্ডাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চক্রের মূল পান্ডা সেলিম লস্করকে। উদ্ধার হয়েছে ৬১টি দামি মোবাইল ফোন। যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

বাংলাদেশে পাচারের আগেই চক্রের পান্ডা পুলিশের জালে, উদ্ধার ৬১টি মোবাইল

জানা গিয়েছে, চুরি করা মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচারের ছক কষেছিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে গোপন সূত্র মারফত এই খবর পায় ঘুঁটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ। সেই মতো ফাঁড়ির ওসি ফারুক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী স্থানীয় উত্তর মাকালতলা এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করে।

বাংলাদেশে পাচারের আগেই চক্রের পান্ডা পুলিশের জালে, উদ্ধার ৬১টি মোবাইল

সন্দেহভাজন সেলিম লস্করকে ধরে ফেলে।ধৃতকে জিঞ্জাসাবাদ করে উদ্ধার হয় চুরি হওয়া অসংখ্য মোবাইল ফোন। ধৃতের কাছ থেকে ৬১টি দামি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।অন্যদিকে, বাংলাদেশে মোবাইলগুলি পাচারের আগে ৬১টি মোবাইল ফোন উদ্ধার প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা জানিয়েছেন,

বাংলাদেশে পাচারের আগেই চক্রের পান্ডা পুলিশের জালে, উদ্ধার ৬১টি মোবাইল

বাংলাদেশে পাচারের আগেই গোপন সূত্রে খবর পেয়ে ঘুঁটিয়ারি শরিফের উত্তর মাকালতলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৬১টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, সেবিষয়ে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে।

Most Popular