Friday, March 29, 2024
Homeবিনোদনজিতু-নবনীতা হেনস্থা ঘটনায় গ্রেফতার ৪, বিক্ষোভে বিজেপি

জিতু-নবনীতা হেনস্থা ঘটনায় গ্রেফতার ৪, বিক্ষোভে বিজেপি

স্টাফ রিপোর্টার: অভিনেতা জিতু কমল এবং তাঁর স্ত্রী নবনীতা দাসকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হল আরও ২ জনকে। এই ঘটনায় এই নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হল।জানা গিয়েছে, ঘটনায় যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছে গাড়ির চালক, খালাসি, মালিক ও এই ৩ জনের একজন সহকর্মী। প্রসঙ্গত, বৃহস্পতিবার গাড়ি নিয়ে ফিরছিলেন জিতু-নবনীতা।

জিতু-নবনীতা হেনস্থা ঘটনায় গ্রেফতার ৪, বিক্ষোভে বিজেপি

সেই সময়েই নিমতা মাঝেরহাটি মোড়ে তাঁদের গাড়িকে অপর এক পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয় বলে অভিযোগ। তাঁদের গাড়িটির চালক ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে বাধে বচসা। নবনীতা ও জিতুর অভিযোগ, তাঁদের গাড়ির চালককে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। তাঁদের আরও অভিযোগ, এরপর নিমতা থানায় গেলে পুলিশি অসহযোগিতার মুখে পড়েন তাঁরা।

জিতু-নবনীতা হেনস্থা ঘটনায় গ্রেফতার ৪, বিক্ষোভে বিজেপি

বেশ কিছুক্ষণ তাঁদের থানায় বসিয়ে রাখা হয় বলেও সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেন দম্পতি। পাশাপাশি, ফেসবুকে লাইভে এসে জিতু-নবনীতা দাবি করেন, ওই পণ্যবাহী গাড়ি চালক তার দলবল নিয়ে চড়াও হয়ে ক্রমাগত খুন ও ধর্ষণের হুমকি দিতে শুরু করে। ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নবনীতা।

জিতু-নবনীতা হেনস্থা ঘটনায় গ্রেফতার ৪, বিক্ষোভে বিজেপি

অভিনেত্রী অভিযোগ করেন, থানার সামনে ঘটনাটি ঘটলেও পুলিশ ছিল নীরব দর্শক। এমনকি খুনের হুমকি পাওয়ার পরেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন জিতু ও নবনীতা। যদিও নিমতা থানার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বারাকপুরের সিপি অলোক রাজরিয়া।

জিতু-নবনীতা হেনস্থা ঘটনায় গ্রেফতার ৪, বিক্ষোভে বিজেপি

জিতু ও তাঁর স্ত্রী নবনীতার হেনস্তার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। শুক্রবার সকালে নিমতা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।বিরাটি এমবি রোড অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা এদিকে শুক্রবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ভিডিও আপলোড করেন নবনীতা।

Most Popular