Tuesday, April 23, 2024
spot_img
Homeরাজ্য‘চাকরিজীবনে এমন জিনিস দেখিনি’: বিচারক, ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

‘চাকরিজীবনে এমন জিনিস দেখিনি’: বিচারক, ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত।শুক্রবার অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করে সিবিআই। কিন্তু গত শুনানির মতো এই শুনানিতেও তাঁর জামিনের আবেদন করেননি অনুব্রতের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তবে অনুব্রতর তরফে এদিন আদলতে ২টি আবেদন করা হয়।

‘চাকরিজীবনে এমন জিনিস দেখিনি’: বিচারক, ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

অনুব্রতর আইনজীবী বলেন, ভোলে ব্যোম রাইসমিলের অ্যাকাউন্ট খুলে দিক সিবিআই। অ্যাকাউন্টটি অনুব্রতর নামে নয়। পাশাপাশি অনুব্রতর যে দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি ফেরানোর আরজি জানানো হয়। জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

‘চাকরিজীবনে এমন জিনিস দেখিনি’: বিচারক, ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

ফলে অ্যাকাউন্ট খুলে দেওয়া সম্ভব নয়। অনুব্রত ফোনের প্রযুক্তিগত পরীক্ষা এখনও শেষ হয়নি বলে জানান তিনি।এর পর বিচারক সিবিআইয়ের আইনজীবীর কাছে গত ১৫ দিনে তদন্তে কী অগ্রগতি হয়েছে তা জানতে চান। জবাবে বিচারকের হাতে একটি সিডি তুলে দেন সিবিআইয়ের আইনজীবী।

‘চাকরিজীবনে এমন জিনিস দেখিনি’: বিচারক, ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর

সেই সিডি দেখে বিচারক বলেন, ‘আমি বিস্মিত। ২০ বছরের চাকরিজীবনে এই রকম তথ্য কোনওদিন দেখিনি।’কিন্তু বিচারক কেন এমন মন্তব্য করলেন, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি।এর পরই ২২ ডিসেম্বর পর্যন্ত অনুব্রতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।আগামী ২২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Most Popular