Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যউর্দি পরে তৃণমূলের মঞ্চে পুলিশ অফিসার! শুরু বিতর্ক

উর্দি পরে তৃণমূলের মঞ্চে পুলিশ অফিসার! শুরু বিতর্ক

স্টাফ রিপোর্টার: কর্তব্যরত অবস্থায় এক পুলিশ আধিকারিক রাজ্যের শাসক দলের কর্মসূচিতে সংবর্ধনা নিয়েছেন। এই অভিযোগ জোর শোরগোল বর্ধমানে। শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের খাগড়াগড়ে স্থানীয় ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল।

উর্দি পরে তৃণমূলের মঞ্চে পুলিশ অফিসার! শুরু বিতর্ক

সেই অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার।সেখানকারই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, ওসি ট্র্যাফিক বিশ্বনাথ পানকে সংবর্ধনা দিচ্ছে তৃণমূল। এবং ওই পুলিশ অফিসার তখন উর্দি পরে আছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা বিচার করেনি বিশ্ব সমাচার।

উর্দি পরে তৃণমূলের মঞ্চে পুলিশ অফিসার! শুরু বিতর্ক

যদিও ওই পুলিশ অফিসারের দাবি, তিনি তৃণমূলের মঞ্চে ওঠেনি।তবে সংশ্লিষ্ট ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ, ‘‘এ রাজ্যের পুলিশ ‘মমতা পুলিশ’-এ পরিণত হয়েছে। এ কাজ অন্যায়।

উর্দি পরে তৃণমূলের মঞ্চে পুলিশ অফিসার! শুরু বিতর্ক

ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন।’’ যদিও বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শাসক শিবির। জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘কোনও দলীয় কর্মসূচিতে সরকারি আধিকারিক যেতে পারেন না। তবে এটা একটি ক্লাবের কর্মসূচি ছিল। ঠিক কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে।’’

Most Popular