Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যশুভেন্দুর বিরুদ্ধে সব মামলা স্থগিতাদেশ

শুভেন্দুর বিরুদ্ধে সব মামলা স্থগিতাদেশ

স্টাফ রিপোর্টার: কলকাতা হাই কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ছাব্বিশটি এফআইআর দায়ের করা হয়েছিল। সবগুলির উপরই স্থগিতাদেশ দিয়েছে আদালত।

শুভেন্দুর বিরুদ্ধে সব মামলা স্থগিতাদেশ

আদালতের কাছে শুভেন্দুর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই।বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।

শুভেন্দুর বিরুদ্ধে সব মামলা স্থগিতাদেশ

মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে।

Most Popular