Thursday, March 28, 2024
HomeUncategorizedটি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই

সংবাদ সংস্থা : টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই ছিটকে যান রোহিত শর্মারা।কড়া সমালোচনার মুখে পড়তে হয় ভারত অধিনায়ককে। প্রশ্ন ওঠে দলে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়েও।

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই

দ্রাবিড় জমানায় ছোট ফরম্যাটের ক্রিকেটে সেভাবে সাফল্য পায়নি ভারত। তাই এবার এই ফরম্যাটে কোচ বদলের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিসিসিআই।শোনা যাচ্ছে, টেস্ট ও ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য ভিন্ন কোচের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই

সূত্রের খবর, সব পরিকল্পনা মাফিক চললে, জানুয়ারিতেই ভারতীয় টি-টোয়েন্টি দলের জন্য নতুন কোচিং স্টাফদের নাম ঘোষণা করা হবে। অর্থাৎ আগামী বছরের গোড়ায় নতুন কোচের তত্ত্বাবধানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।বোর্ডের তরফে এক সিনিয়র আধিকারিক জানান, “আমরা এ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছি।

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই

রাহুল দ্রাবিড়ের জায়গায় যে-ই থাকুন, এমন ঠাসা কর্মসূচির মধ্যে তিনটি ফরম্যাটের দল সামলানো খুবই কঠিন। তাছাড়া টি-২০ এখন আলাদা খেলায় পরিণত হয়েছে। প্রচুর ম্যাচ। সেই কারণেই আলাদা কোচের ভাবনা। শীঘ্রই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।”

Most Popular