Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যজরিমানা করব ভেবেছিলাম, অনুব্রত কন্যার বিরুদ্ধে মামলাকারীকে দুষলেন বিচারপতি

জরিমানা করব ভেবেছিলাম, অনুব্রত কন্যার বিরুদ্ধে মামলাকারীকে দুষলেন বিচারপতি

স্টাফ রিপোর্টার: অনুব্রত মণ্ডলের মেয়ের টেট সার্টিফিকেট নেই। স্কুলেও নাকি যান না তিনি, এই অভিযোগ ওঠে। কলকাতা হাই কোর্টে মামলা হয়। সেই মামলায় সুকন্যা মণ্ডলের ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেদিন বিচারপতি শুরুতেই মামলাটি না শুনেই নিষ্পত্তি করে দেন। এতদিন পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের উঠে এল অনুব্রত-কন্যার প্রসঙ্গ।

জরিমানা করব ভেবেছিলাম, অনুব্রত কন্যার বিরুদ্ধে মামলাকারীকে দুষলেন বিচারপতি

সোমবার প্রাথমিকের একটি মামলার শুনানি ছিল। সেই মামলায় দেখা যায় মামলাকারীর আইনজীবী আদালতে ভুল তথ্য দিয়েছেন। আদালতকে বিভ্রান্ত করা হয়েছিল বলে মামলাকারীকে ২৫ হাজার টাকার জরিমানা করেন তিনি। এদিন বিচারপতি বলেন, “

জরিমানা করব ভেবেছিলাম, অনুব্রত কন্যার বিরুদ্ধে মামলাকারীকে দুষলেন বিচারপতি

অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন তাঁর বিরুদ্ধে জরিমানা ধার্য করব ভেবেছিলাম। যেদিন অনুব্রত মণ্ডলের মেয়ের মামলা দায়ের হয় সেদিন চেম্বারে গিয়ে কাগজপত্র দেখে বুঝেছিলাম সম্পূর্ণ বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল আদালতকে। পরদিন জরিমানা জারি করব ভেবেছিলাম।”

Most Popular