Wednesday, April 24, 2024
spot_img
Homeজেলাগঙ্গাসাগর মেলায় বাড়ানো হবে বাসের সংখ্যা : পরিবহন মন্ত্রী

গঙ্গাসাগর মেলায় বাড়ানো হবে বাসের সংখ্যা : পরিবহন মন্ত্রী

বিশ্ব সমাচার, সাগর : গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের হয়রানি কমাতে, এবার বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর। গতবারের তুলনায় বাড়ানো হবে বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা। এছাড়াও বাবুঘাট বা হাওড়া থেকে এক টিকিটেই কচুবেড়িয়াতে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা। কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে ভেসেল ধরার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

গঙ্গাসাগর মেলায় বাড়ানো হবে বাসের সংখ্যা : পরিবহন মন্ত্রী

সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানো হবে। সোমবার সাগরের মেলা অফিসে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠক উপস্থিত ছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা।

গঙ্গাসাগর মেলায় বাড়ানো হবে বাসের সংখ্যা : পরিবহন মন্ত্রী

ডাকা হয়েছিল বেসরকারি বাস মালিকদের সংগঠনকেও। যেহেতু কোভিড বিধি নেই সেই কারনে এবছর লক্ষ লক্ষ পূর্ণার্থী আসতে পারেন বলে জেলা প্রশাসনের অনুমান। সেই কথা মাথায় রেখেই, ২০২৩ সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কোন রকম খামতি রাখতে চাইছেনা জেলা প্রশাসন।

Most Popular