Friday, March 29, 2024
HomeUncategorizedলজ্জার হার, বাংলাদেশের কাছে সাত বছর পর হারল ভারত

লজ্জার হার, বাংলাদেশের কাছে সাত বছর পর হারল ভারত

সংবাদ সংস্থা : রবিবার মিরপুরে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে রোহিতদের ১ উইকেটে হারাল বাংলাদেশ। ঐতিহাসিক জয়। অবধারিত হার থেকে দেশকে জয়ের সরণিতে নিয়ে এলেন মেহদী হাসান মিরাজ। শেষপর্যন্ত ২৪ বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় বাংলাদেশ। ১৮৭ রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে নবম উইকেট হারায় ওপার বাংলার দল। জয় প্রায় নিশ্চিত ভারতের। প্রয়োজন মাত্র এক উইকেট। উভয় দেশের সমর্থকরা ভাবতে পারেনি খাদের কিনারে থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতবে বাংলাদেশ। কিন্তু সেটাই করলেন মেহদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন। ৩৯ বলে মূল্যবান ৩৮ রান করে ম্যাচের নায়ক মেহদী। তারমধ্যে রয়েছে ২টি ছয় এবং ৪টি চার। শেষ উইকেটে ৫১ রান যোগ হল। দশম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। প্রথমে ব্যাট করে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাটে ডাহা ব্যর্থ ভারত। অনেক আগেই ম্যাচটা জিতে যাওয়া উচিত ছিল বাংলাদেশের। কিন্তু ভারতীয় বোলাররা টিম ইন্ডিয়াকে লড়াইয়ে রাখে। কিন্তু তীরে গিয়ে তরী ডুবল। বাংলাদেশের শেষ উইকেট ফেলতে নাস্তানাবুদ চাহার, সিরাজ, শর্দূলরা।‌
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু শুরুতেই বিপত্তি। ডাহা ব্যর্থ ভারতীয় ব্যাটাররা।‌ শাকিব আল হাসান এবং ইবাদত হোসেনের বলে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে। পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি টিম ইন্ডিয়া। ৪১.২ ওভারে ১৮৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের বিরুদ্ধেও এই হাল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের।

Most Popular