Friday, March 29, 2024
Homeজেলাডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে আবার আসব বিজয় সম্মেলন করতে। সেই সঙ্গে পাঁচটি ট্রেন ভাড়া করব কর্মীদের সভায় আসার জন্য। শনিবার বিকালে ডায়মন্ড হারবার রত্নেশ্বরপুর লাইটহাউস মাঠে বিজেপির কর্মিসভায় কর্মীদের উদ্দেশে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

এদিন বিজেপির সভা ঘিরে ডায়মন্ড হারবার লাইটহাউস মাঠে আসা বিজেপির কর্মীদের বাঁধার মুখে পড়তে হয় হটুগঞ্জ, শ্যাম বসুর চক সহ বিভিন্ন জায়গায়। পথ আটকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা, এমটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমন কী বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় বলে তাঁর অভিযোগ।

ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে আইনের সাহায্য নেবেন বলে জানান শুভেন্দুবাবু। তিনি প্রশ্ন তোলেন, সভা করার জন্য কোর্টের রায় থাকার পরও কেন কর্মীদের উপর আক্রমণ হল? রাজ্যে এদিন দু’প্রান্তে দুটি রাজনৈতিক দলের সভা ছিল। একদিকে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

অন্যদিকে ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। দুই দলের দুই সভা ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের নজর ছিল। তবে তেমন কিছু নজরকাড়া বক্তব্য শোনা যায়নি বিরোধী দলনেতার বক্তব্যে। তিনি শুধু দাবি করেন, আবার ডিসেম্বর মাসে এই মাঠে আসব হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন সভা করতে। এছাড়াও তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমার সঙ্গে সেটিং করতে চেয়েছিলেন।

ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

কিন্তু তার সুযোগ দিইনি। আমি একা দেখা করতে যাইনি। সঙ্গে তিনজন বিধায়ককে নিয়ে গিয়েছিলাম। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বেশির ভাগ জায়গায় প্রার্থীদের নমিনেশন করতে দেয়নি ওরা। তা আর করতে দেব না। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য আপনারা প্রতি বুথে প্রার্থী ঠিক করুন। কীভাবে নমিনেশন জমা করাতে হয় আমি জানি।

ডিসেম্বরে হাতিগাড়ি ভর্তি লাড্ডু নিয়ে বিজয় সম্মেলন হবে: শুভেন্দু

সভা শেষে বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, আপনারা এখান থেকে বাড়ি ফিরে যান। ৪০ মিনিট বসে থাকব যাতে আপনাদের উপর কেউ আক্রমণ করতে না পারে। যদি আক্রমণ করে, তার ব্যাবস্থা করব।মিটিং শেষে বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করেন।

Most Popular