Saturday, April 20, 2024
spot_img
Homeদেশদিল্লি এইমসে সাইবার হামলায় চুরি লক্ষাধিক রোগীর ব্যক্তিগত তথ্য

দিল্লি এইমসে সাইবার হামলায় চুরি লক্ষাধিক রোগীর ব্যক্তিগত তথ্য

সংবাদ সংস্থা : দিল্লির এইমসে সাইবার আক্রমণে চুরি গেল প্রায় লক্ষাধিক রোগীর ব্যক্তিগত তথ্য।জানা গিয়েছে, পাঁচটি প্রধান সার্ভার হ্যাক করা হয়েছে। সন্দেহের তীর চিনের হ্যাকারদের দিকে। সাইবার ক্রাইম দপ্তরের সন্দেহ, চুরি করা তথ্য বিক্রি করা হয়েছে ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবে সার্চ করে প্রায় ১৬০০-র বেশি এমসের তথ্য পাওয়া গিয়েছে।

দিল্লি এইমসে সাইবার হামলায় চুরি লক্ষাধিক রোগীর ব্যক্তিগত তথ্য

অন্যদিকে কর্মকর্তারা বলছেন, কোনও তথ্য হারিয়ে যায়নি সব সুরক্ষিত রয়েছে। জানা গিয়েছে, হ্যাকারদের মূল উদ্দেশ্য ছিল টাকা চুরি করা। সাইবার ক্রাইম দপ্তরের কর্মকর্তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন। জানা গিয়েছে, হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সিতে ২০০কোটি টাকা দাবি করেছে।

দিল্লি এইমসে সাইবার হামলায় চুরি লক্ষাধিক রোগীর ব্যক্তিগত তথ্য

আশঙ্কা করা হচ্ছে, প্রায় ৩ থেকে ৪ কোটি রোগীর তথ্য চুরি গিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ বর্তমানে সার্ভার ছাড়াই কাগজ কলমের ব্যবহারে চালু রাখা হয়েছে। অ্যান্টিভাইরাসের মাধ্যমে সার্ভার ঠিক করার কাজ চালাচ্ছেন বিশেষজ্ঞরা।

Most Popular