Friday, April 19, 2024
spot_img
Homeকলকাতাএকের পর এক সন্তান বিক্রি করে অর্থলাভ, গ্রেফতার দম্পতি–সহ ৩

একের পর এক সন্তান বিক্রি করে অর্থলাভ, গ্রেফতার দম্পতি–সহ ৩

স্টাফ রিপোর্টার: একের পর এক সন্তান বিক্রির অভিযোগে শ্রীঘরে যেতে হল হাওড়ার এক দম্পতিকে। অভিযোগ, দেড় মাস আগে এক পুত্রসন্তান বিক্রি করে ওই দম্পতি। অর্থের লোভে আরও দুই শিশুকে বিক্রি করার চেষ্টা করে তারা। পুলিশ সূত্রে খবর, সাঁকরাইল এলাকার বাসিন্দা ধৃত দম্পতির নাম বিশ্বজিৎ বর ও রত্না বর। তারা সাঁকরাইলের উলা গ্রামের বাসিন্দা।ধৃত আর এক মহিলার নাম শ্যামলী নস্কর।

একের পর এক সন্তান বিক্রি করে অর্থলাভ, গ্রেফতার দম্পতি–সহ ৩

সে থাকে নলপুরে। তিনজনকেই এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতেই বসবাস করত বিশ্বজিৎ। লকডাউনের সময় তাদের এক মেয়ে জন্মায়। সেই সদ্যজাত মেয়েকে উলুবেড়িয়ায় বিক্রি করে এই দম্পতি। দেড় মাস আগে ছোট ছেলেকে বিক্রি করে দেওয়া হয় নলপুরে।

একের পর এক সন্তান বিক্রি করে অর্থলাভ, গ্রেফতার দম্পতি–সহ ৩

সন্তান বিক্রি করে প্রচুর অর্থের মুখ দেখতে পাওয়ায় বাকি দুই শিশুকেও বিক্রি করার চেষ্টা করছিল এই দম্পতি। সেটা বাস্তবে হয়ে উঠল না।স্থানীয় সূত্রে খবর, দুই সন্তানকে বিক্রি করেও ক্ষান্ত হয়নি দম্পতি। বাকি দুই সন্তানকেও বিক্রির চেষ্টা চালাচ্ছিল তারা। সেই কাজে সহায়কের ভূমিকা পালন করছিল শ্যামলী।

একের পর এক সন্তান বিক্রি করে অর্থলাভ, গ্রেফতার দম্পতি–সহ ৩

দু’বারই নবজাতককে বাড়িতে না দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বর দম্পতির আচরণেও অসঙ্গতি লক্ষ্য করেন তাঁরা। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ রত্নাদেবীর বাড়িতে অভিযান চালায়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মেলে। পাওয়া যায় কিছু নথিও।

একের পর এক সন্তান বিক্রি করে অর্থলাভ, গ্রেফতার দম্পতি–সহ ৩

তারপর বর দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বয়ানের ভিত্তিতে নলপুরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শ্যামলীকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পিছনে শিশু বিক্রির চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Most Popular