Tuesday, April 23, 2024
spot_img
Homeকলকাতা৬ বছরের মাথায় নিয়োগপত্র পেলেন ৭ চাকরিপ্রার্থী

৬ বছরের মাথায় নিয়োগপত্র পেলেন ৭ চাকরিপ্রার্থী

স্টাফ রিপোর্টার: ৭ চাকরিপ্রার্থীর নিয়োগপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের ২৭ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএলএসটি পরীক্ষা হয়েছিল।এদিন মামলার শুনানি চলাকালীন শম্পা দেবাংশী এবং সৈকত ভট্টাচার্যের পক্ষের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, ইতিহাস পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশিত হয়, যেখানে প্রশ্ন উত্তর সঠিক দেওয়া ছিল।

৬ বছরের মাথায় নিয়োগপত্র পেলেন ৭ চাকরিপ্রার্থী

কিন্তু পরবর্তীকালে এসএসসি আরও একটি উত্তরপত্র তৈরি করে সেখানে ওই প্রশ্নের উত্তরটি ভুল করে। কিন্তু এটি তাঁরা কোথাও প্রকাশ করেনি তাই মামলাকারীরাও জানতে পারেনি যে তাঁরা সঠিক উত্তর দিয়েও প্রাপ্ত নম্বর পাননি। ২০২১ সালে ২৪ মার্চ মামলাকারীরা জানতে পারেন তাঁরা সঠিক উত্তর দিয়েও এক নম্বর পাননি শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের ভুল উত্তরপত্র তৈরি করার জন্য।

৬ বছরের মাথায় নিয়োগপত্র পেলেন ৭ চাকরিপ্রার্থী

চলতি বছরে মামলাকারীর পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন।কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাঁদের আবেদন গ্রাহ্য করেনি বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হন। এরপরই নম্বর বাড়ে তাঁদের। ৬ বছরের মাথায় অবশেষে বৃহস্পতিবার নিয়োগপত্র পেলেন চাকরিপ্রার্থীরা।

Most Popular