Thursday, April 18, 2024
spot_img
Homeজেলাএইডস দিবসে ৩৩টি এইচআইভি পজিটিভ শিশুকে এক মাসের রেশন প্রদান হরিনাভিতে

এইডস দিবসে ৩৩টি এইচআইভি পজিটিভ শিশুকে এক মাসের রেশন প্রদান হরিনাভিতে

বিশ্ব সমাচার, বারুইপুর: বৃহস্পতিবার, পয়লা ডিসেম্বর জাতীয় এইডস দিবস উপলক্ষে সোনারপুর থানার হরিনাভি প্রগতি সংঘের ক্লাবগৃহে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সৃজনীর পক্ষ থেকে ৩৩ জন এইচআইভি পজিটিভ শিশুকে এক মাসের রেশন দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ড. পল্লব দাস, বারুইপুর মহিলা থানার আধিকারিক কাকলি ঘোষকুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এইডস দিবসে ৩৩টি এইচআইভি পজিটিভ শিশুকে এক মাসের রেশন প্রদান হরিনাভিতে

পল্লববাবু বলেন, এইডস রোগ ও এইচআইভি পজিটিভ দু’টো এক নয়। এইচআইভি শিশুদের সমাজে নিয়ে আসতে হবে। তাদের সঙ্গে ভালো করে মিশতে হবে। তাদেরকে ঘৃণা করা যাবে না। মহিলা থানার আধিকারিক বলেন, একসময় আমরা সমাজের টিবি রোগীকে দূরে সরিয়ে রাখতাম। কিন্তু এখন টিবি রোগীরা আর পিছনের সারিতে নেই।

এইডস দিবসে ৩৩টি এইচআইভি পজিটিভ শিশুকে এক মাসের রেশন প্রদান হরিনাভিতে

এখন ওষুধ খাওয়ার মাধ্যমে সব রোগী সমাজে সকল কাজ করছে বা সবার সঙ্গে মিশছে। তেমনই এইচআইভি পজিটিভ শিশুদেরও দূরে সরিয়ে রাখা যাবে না। তাদেরকেও সামনের সারিতে নিয়ে আসতে হবে এবং সমাজে মিশতে দিতে হবে।
এই স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় দেড় বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এইচআইভি পজিটিভ শিশুদের স্বাস্থ্য,

এইডস দিবসে ৩৩টি এইচআইভি পজিটিভ শিশুকে এক মাসের রেশন প্রদান হরিনাভিতে

লেখাপড়া ও খাওয়া-দাওয়ার ভার নিয়েছে। আজ একটি শিশুর জন্মদিন উপলক্ষে এই শিশুদের হাতে এক মাসের খাবার সামগ্রিক তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এই শিশুদের কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়।

Most Popular