Tuesday, April 23, 2024
spot_img
Homeজেলামিটার না পাওয়ায় অভিযোগ মন্ত্রীর কাছে, মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকারে সমাধান

মিটার না পাওয়ায় অভিযোগ মন্ত্রীর কাছে, মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকারে সমাধান

বিশ্ব সমাচার, সাগর: মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকার ক্যাম্পে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হল। দীর্ঘদিন ধরে সাগরের মন্দিরতলা এলাকার বাসিন্দা ইস্মিতরা খাতুন ইলেকট্রিকের নতুন মিটারের সমস্যায় ভুগছিলেন। বারবার সাগরের ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়েও সেই সমস্যার সমাধান হয়নি। অবশেষে দুয়ারে সরকার ক্যাম্পে এসে মন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হল।

মিটার না পাওয়ায় অভিযোগ মন্ত্রীর কাছে, মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকারে সমাধান

বুধবার সাগরের বামনখালিতে মুড়িগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এ বছরের শেষ দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। বুধবার সেই ক্যাম্পের কাজকর্ম দেখতে হাজির হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল এবং সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ। মন্ত্রী ক্যাম্প পরিদর্শন করার সময় সাগরের মন্দিরতলা এলাকার বাসিন্দা ইস্মিতারা খাতুন হঠাৎই মন্ত্রীর সামনে হাজির হন।

মিটার না পাওয়ায় অভিযোগ মন্ত্রীর কাছে, মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকারে সমাধান

তিনি মন্ত্রীকে জানান, বারবার ইলেকট্রিক অফিসে গিয়ে নতুন মিটারের জন্য আবেদন করেও কোনও লাভ হয়নি। দুয়ারে সরকার ক্যাম্পে এলেও অফিসাররা নানান বাহানা দিয়ে তাঁকে ঘুরিয়ে দিচ্ছেন। এমন অভিযোগ পাওয়া মাত্র সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মন্দিরতলা এলাকার বাসিন্দা ইস্মিতারা খাতুনকে নিয়ে সটান পৌঁছে যান দুয়ারে সরকার ক্যাম্পের ইলেকট্রিক সংক্রান্ত সমাধান বিভাগে।

মিটার না পাওয়ায় অভিযোগ মন্ত্রীর কাছে, মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকারে সমাধান

মন্ত্রী পৌঁছে পুরো বিষয়টা জানার চেষ্টা করলে হচকচিয়ে যান ইলেকট্রিক বিভাগে থাকা অফিসাররা। মন্ত্রী নির্দেশ দেন, যত দ্রুততার সঙ্গে ইস্মিতারা খাতুনের সমস্যার সমাধান করতে হবে।মন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্র ইস্মিতারা খাতুনের সমস্ত কাগজপত্র জমা নেওয়া হয়। এ বিষয়ে ইস্মিতারা জানান, বারবার ইলেকট্রিক অফিসে গিয়েও নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে।অবশেষে মন্ত্রীর হস্তক্ষেপে তাঁর সমস্যার সমাধান হওয়ায় তিনি খুশি।

মিটার না পাওয়ায় অভিযোগ মন্ত্রীর কাছে, মন্ত্রীর হস্তক্ষেপে দুয়ারে সরকারে সমাধান

এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত সমস্যার আবেদন জমা পড়বে, তা ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। শুধু ইলেকট্রিক সংক্রান্ত সমস্যা নয়, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, তার সুবিধা পাবেন প্রত্যন্ত এলাকার মানুষজন।

Most Popular