Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্যএবার রাজ্যের ৩৭ লক্ষ বাড়িতে বসছে স্মার্ট মিটার

এবার রাজ্যের ৩৭ লক্ষ বাড়িতে বসছে স্মার্ট মিটার

স্টাফ রিপোর্টার: এবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার আওতাধীন বাড়িগুলিতে বসতে চলেছে স্মার্ট মিটার।বুধবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।অরূপ বিশ্বাস জানান, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে লোডশেডিং আর হয় না।রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজাতে আরও নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে।

এবার রাজ্যের ৩৭ লক্ষ বাড়িতে বসছে স্মার্ট মিটার

রাজ্যে ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানো হবে। ৮৭টি সাবস্টেশন বসানো হবে। এই উদ্যোগ বাস্তবায়িত করতে আরডিএসএস প্রকল্পের আওতায় মোট ১১.৮৯৫ কোটি টাকা ব্যয় করা হবে বলেই জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। প্রকল্পের বরাদ্দ ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র। বাকি ৪০ শতাংশ টাকা দেবে রাজ্য সরকার।

এবার রাজ্যের ৩৭ লক্ষ বাড়িতে বসছে স্মার্ট মিটার

বিদ্যুৎমন্ত্রী জানান, যে বাড়িগুলিতে স্মার্ট মিটার থাকবে তাঁদের আর বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে না। কিংবা মিটার রিডিংয়ের সময়ও কাউকে ওই বাড়িতে যেতে হবে না। বিদ্যুৎ দপ্তরে বসেই এই সমস্ত কাজ করতে পারবেন কর্মীরা। তার ফলে কাজে গতি যেমন বাড়বে ঠিক তেমনই আরও উন্নত পরিষেবাও পাবেন গ্রাহকরা।

Most Popular