Thursday, March 28, 2024
Homeরাজ্যসিল করা ট্রাঙ্কে করে নিতে হবে প্রশ্নপত্র, সিদ্ধান্ত পর্ষদের

সিল করা ট্রাঙ্কে করে নিতে হবে প্রশ্নপত্র, সিদ্ধান্ত পর্ষদের

স্টাফ রিপোর্টার: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার তোলপাড় হয়েছে গোটা রাজ্য। তাই এবার আরও সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র সেন্টার ইনচার্জদের হাতে পাওয়ার সময় সোমবারই বেঁধে দিয়েছিল পর্ষদ। এবার সেখানে আরও কড়াকড়ি করা হল। সেন্টার ইনচার্জরা সাড়ে ১১টার আগে প্রশ্নপত্র হাতে পাবেন না।

সিল করা ট্রাঙ্কে করে নিতে হবে প্রশ্নপত্র, সিদ্ধান্ত পর্ষদের

মঙ্গলবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে।পর্ষদের তরফে মঙ্গলবার জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, সাড়ে ১১ টায় সিলড প্রশ্নপত্র হাতে পাবেন সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জরা। সিল করা ট্রাঙ্কে করে নিতে হবে প্রশ্নপত্র। কোথাও কোনও অনিয়ম হলেই আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রেখেছে পর্ষদ।

Most Popular