Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যতৃণমূলের প্রস্তাবে বিজেপির সমর্থন!‌ মোদীর দরবারে যাচ্ছে প্রতিনিধিদল

তৃণমূলের প্রস্তাবে বিজেপির সমর্থন!‌ মোদীর দরবারে যাচ্ছে প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার: রাজ্যে সাপে–নেউলের মতো সম্পর্ক বিজেপি–তৃণমূল কংগ্রেসের। এই ছবিটাই দেখে আসছে বাংলা। সেখানে এবার খোদ বিধানসভায় ব্যতিক্রমী ছবি দেখা গেল। শাসক–বিরোধী এই প্রথম কোনও বিষয়ে সহমত পোষণ করল। এবার বাংলার দাবি নিয়ে শাসক–বিরোধীর প্রতিনিধিদল যাবে প্রধানমন্ত্রীর কাছে।

তৃণমূলের প্রস্তাবে বিজেপির সমর্থন!‌ মোদীর দরবারে যাচ্ছে প্রতিনিধিদল

মঙ্গলবার নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব বিধানসভায় পেশ করেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রস্তাবে সমর্থন জানান বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। আর তখনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান,

তৃণমূলের প্রস্তাবে বিজেপির সমর্থন!‌ মোদীর দরবারে যাচ্ছে প্রতিনিধিদল

শাসক–বিরোধীরা একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নদীর ভাঙনের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে যাবে।তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। বিধানসভার অন্দরে আপাতত ঐক্যমতে আসা গিয়েছে ঠিকই। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

তৃণমূলের প্রস্তাবে বিজেপির সমর্থন!‌ মোদীর দরবারে যাচ্ছে প্রতিনিধিদল

তৃণমূল কংগ্রেসের কোন কোন বিধায়ক প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সেটা ঠিক করার দায়িত্ব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিরোধী দলের প্রতিনিধিদের নাম জানাবেন মনোজ টিগ্গা।

Most Popular