Friday, April 19, 2024
spot_img
Homeজেলাগোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

বান্টি মুখার্জি, ক্যানিং: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠল গোসাবা। ঝরল রক্ত। সোমবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার সক্রিয় তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডলকে গুলি করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সক্রিয় ওই তৃণমূল কর্মীর পিঠে গুলি লাগে বলে জানা যায়। এবিষয়ে জানা গিয়েছে, পেশায় চাষি সক্রিয় তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডল জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডলের অনুগামী বলে পরিচিত।

গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

ওইদিন রাতে স্থানীয় শম্ভুনগর বাজার থেকে সাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন। বিদ্যাধরী নদীর পাড় দিয়ে বাড়ি ফেরার সময় নিজের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে জনাদশেক দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। মুহূর্তে গুলি ছুঁড়লে ওই তৃণমূল কর্মীর পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মনোরঞ্জন

গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

গুলির আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীরা দৌড়ে আসেন। সুযোগ বুঝে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পালিয়ে গা ঢাকা দেয়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই তৃণমূল কর্মীর অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

সোমবার গভীর রাতে কলকাতার হাসপাতালে ওই তৃণমূল কর্মীর অস্ত্রোপচার হয়। তাঁর পিঠ থেকে গুলি বের করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর শম্ভুনগরের পূর্বপাড়া এলাকার পরিবেশ থমথমে রয়েছে। বসেছে পুলিশ পিকেটও।

গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

এই ঘটনায় অসীম মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে গোসাবা থানার পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করে, ঘটনার তদন্ত শুরু করেছে।পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বিকালে ঘটনাস্থলে যান ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস।

গোসাবায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

তিনি জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল ও একটি বুলেট উদ্ধার করা হয়েছে।
আক্রান্ত তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডলের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Most Popular