Thursday, April 25, 2024
spot_img
Homeদেশএয়ার ইন্ডিয়ায় মিশে যাবে ভিস্তারা, সম্মতি দিল সিঙ্গাপুর এয়ারলাইন্স

এয়ার ইন্ডিয়ায় মিশে যাবে ভিস্তারা, সম্মতি দিল সিঙ্গাপুর এয়ারলাইন্স

সংবাদ সংস্থা : ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই এক হয়ে যাবে দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা।। চলতি বছরের জানুয়ারিতে ভারত সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছিল টাটা সন্স। তারপর থেকেই ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার মিশে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, মঙ্গলবার তাদের বোর্ডের পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ায় মিশে যাবে ভিস্তারা, সম্মতি দিল সিঙ্গাপুর এয়ারলাইন্স

সিঙ্গাপুর আন্তর্জাতিক এয়ারলাইন্স জানিয়েছে, ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়া একীকরণের চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার ২৫.১ শতাংশের মালিকানা পাবে তারা। এছাড়া, লেনদেনের অংশ হিসাবে, এয়ার ইন্ডিয়াতে ২৫ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয মুদ্রায় ২০০০ কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নিয়ন্ত্রক সংস্থাগুলির অনুমোদন পেয়ে গেলে,

এয়ার ইন্ডিয়ায় মিশে যাবে ভিস্তারা, সম্মতি দিল সিঙ্গাপুর এয়ারলাইন্স

২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই এই দুই সংস্থার একীকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একীকরণ সম্পন্ন হলে, এয়ার ইন্ডিয়ার বিমান বহরের সংখ্যার পাশাপাশি উড়ানের রুটও আরও বেড়ে যাবে। সব মিলিয়ে ২১৮টি বিমান আসবে এয়ার ইন্ডিয়ার ছাতার তলায়।

Most Popular