Wednesday, April 24, 2024
spot_img
Homeজেলাভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল তৃণমূলের

ভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল তৃণমূলের

সত্যজিৎ মণ্ডল, ভাঙড়: সোমবার বিকালে ভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন বিকালে ভাঙড়ের পাইকান থেকে পাঁচুরিয়া ধর্মতলা পর্যন্ত বাইক মিছিল করে তৃণমূল কংগ্রেস। এলাকার তৃণমূল নেতা শামিমউদ্দিনের উদ্যোগে বাইক মিছিল হয়। উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম, শেখ সাবির, মমিনুল ইসলাম, মনি সহ অন্যরা।

ভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল তৃণমূলের

রবিবার ভাঙড়ের এই পাইকান এলাকাতেই মিছিল করার সময় সিপিএমের মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সিপিএমের। যেখানে রাজ্য সরকারের নানা দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন সিপিএমের কর্মী-সমর্থকরা। ওই ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বাসন্তী হাইওয়ে অবরোধ করে সিপিএম।

ভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল তৃণমূলের

সোমবার তৃণমূল সিপিএমের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে বাইক মিছিল করে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, ভাঙড়ের সব অঞ্চলেই বাইক মিছিল হবে। কিছু অশুভ শক্তি ভাঙড়কে কালিমালিপ্ত করতে চাইছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের প্রয়োজন।

ভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল তৃণমূলের

তৃণমূলের শামিমউদ্দিন বলেন, গতকাল যেভাবে সিপিএমের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটিয়েছেন, তার বিরুদ্ধে এদিন ছিল আমাদের ধিক্কার মিছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা রটালে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এলাকার সিপিএম নেতা তুষার ঘোষ বলেন, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ভাঙড় বিধানসভা এলাকায় নিজেদের ক্ষমতা ক্রমশ হারাতে বসেছে।

ভাঙড়ে সিপিএমের জাঠার পালটা বাইক মিছিল তৃণমূলের

সেই কারণে বিরোধীদের কোনও কর্মসূচি হোক, তা তারা চায় না। গতকাল আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ধিক্কার জানাই। এদিন ওরা বাইক মিছিল করে এলাকায় প্রভাব ফেলার চেষ্টা করছে। কিন্তু মানুষ ওদের সঙ্গে নেই। তা ওরা ভালোভাবে বুঝে গিয়েছে।

Most Popular