Wednesday, April 24, 2024
spot_img
Homeজেলাস্কুলের হোস্টেলে শর্ট সার্কিটের আতঙ্ক, অসুস্থ ১০ ছাত্রী

স্কুলের হোস্টেলে শর্ট সার্কিটের আতঙ্ক, অসুস্থ ১০ ছাত্রী

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কাকদ্বীপ গভারমেন্ট স্পন্সর ফর গার্লস হাইস্কুলের হোস্টেলে হঠাৎই শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে হস্টেলে থাকা পড়ুয়ারা ভয় পেয়ে যান। হোস্টেল জুড়ে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

স্কুলের হোস্টেলে শর্ট সার্কিটের আতঙ্ক, অসুস্থ ১০ ছাত্রী

বিশেষ করে এই ঘটনার জেরে হোস্টেলে থাকা ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল সূত্রে জানা যায়, অসুস্থ ছাত্রীরা ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীতে পড়াশোনা করে। তবে চিকিৎসার পর সকলেই সুস্থ রয়েছে বলে জানা যায়৷

স্কুলের হোস্টেলে শর্ট সার্কিটের আতঙ্ক, অসুস্থ ১০ ছাত্রী

সুস্থ হওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। স্কুল সূত্রে আরও জানা যায়, রাত্রিবেলা হোস্টেলের জলের ট্রাঙ্ক ভর্তি করার জন্য পাম্প চালানো হয়েছিল। ওই পাম্প থেকে শর্ট সার্কিটের ঘটনা ঘটে বলে জানা যায়। আর তার জেরেই এই বিপত্তি ঘটে। তবে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দমকল বিভাগ, বিদ্যুৎ দপ্তর ও হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেওয়া হয়।

স্কুলের হোস্টেলে শর্ট সার্কিটের আতঙ্ক, অসুস্থ ১০ ছাত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন, দমকল বিভাগ ও বিদ্যুৎ কর্মীরা। প্রথমে হস্টেলটিকে বিদ্যুৎ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে হোস্টেলে কেন এইরূপ ঘটনা ঘটলো পুলিশ তার তদন্ত শুরু করেছে।

Most Popular