Tuesday, April 23, 2024
spot_img
Homeদেশজি-২০ দেশগুলির সভাপতিত্ব করা গর্বের : মোদী

জি-২০ দেশগুলির সভাপতিত্ব করা গর্বের : মোদী

সংবাদ সংস্থা : আগামী ১ ডিসেম্বর থেকে জি ২০ দেশগুলির সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছে ভারত। আর এটা দেশের ভবিষ্যতের জন্য একটা বড় সুযোগ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কী বাত অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বলেন তিনি।এদিন ছিল ৯৫ তম মন কী বাত। সেখানে প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে জি ২০-র কথা।

জি-২০ দেশগুলির সভাপতিত্ব করা গর্বের : মোদী

মোদী বলেন, জি ২০ দেশগুলির সভাপতিত্ব আমাদের কাছে একটা বড় সুযোগ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জোর দিতে হবে আমাদের। জোর দিতে হবে উন্নয়ন ও ঐক্যেও। এই সব ক্ষেত্রে ভারতের সামনে যে সব বাধা রয়েছে, তা পেরতে হবে।১ ডিসেম্বর থেকে এই সভাপতিত্বের সুযোগ পাচ্ছে ভারত। আগামী এক বছর ২০০ টির বেশি বৈঠকে সভাপতিত্ব করতে পারবে।

জি-২০ দেশগুলির সভাপতিত্ব করা গর্বের : মোদী

এই সুযোগটা যাতে ভারত কাজে লাগায়, সেই বার্তাই এদিন দিয়েছেন মোদী।ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রশংসাও করেন মোদী।এছাড়া দেশে গবেষণার ফলে ভারত চিকিৎসা বিজ্ঞানে কীভাবে এগিয়ে চলেছে, তাও মনে করিয়ে দিয়েছেন মোদী।

Most Popular