Saturday, April 20, 2024
spot_img
Homeদেশইউনিফর্ম সিভিল কোড বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে : নাড্ডা

ইউনিফর্ম সিভিল কোড বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে : নাড্ডা

সংবাদ সংস্থা : হিমাচলপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷ আর এবার গুজরাত নির্বাচনের জন্য দলের কাছে এটা জাতীয় ইস্যু৷ এটি কার্যকর করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ , রবিবার এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

ইউনিফর্ম সিভিল কোড বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে : নাড্ডা

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নাড্ডা বলেন, “দেশের সম্পদ এবং এর দায়িত্ব সবার জন্য সমান । তাই ইউসিসি-কে স্বাগত জানাতে হবে । আমরা যত বেশি সম্ভব রাজ্যে ইউসিসির বাস্তবায়ন করতে চাই ৷” দেশ ও সমাজের বিরুদ্ধে কাজ করছে এমন শক্তিগুলির উপর নজর রাখা রাজ্যের দায়িত্ব বলে মত নাড্ডার । তাঁর কথায়, “মানুষের শরীরে অ্যান্টিবডির মতো, আপনিও খারাপ কোষের উপর নজর রাখুন ।

ইউনিফর্ম সিভিল কোড বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হবে : নাড্ডা

দেশে দেশবিরোধী কোষের উপর নজর রাখা রাষ্ট্রের দায়িত্ব । এমন কিছু কোষ রয়েছে যা সবার আড়ালে থেকে কাজ করে ৷ তাই এই জাতীয় কোষগুলির উপর নজরদারি করার জন্য অ্যান্টি-ব়্যাডিকালাইজেশন সেল প্রয়োজন ৷”

Most Popular