Thursday, April 25, 2024
spot_img
Homeদেশ‘পোশাক না পরলে মেয়েদের সুন্দর লাগে’, বেফাঁস মন্তব্য রামদেবের, তুঙ্গে বিতর্ক

‘পোশাক না পরলে মেয়েদের সুন্দর লাগে’, বেফাঁস মন্তব্য রামদেবের, তুঙ্গে বিতর্ক

সংবাদ সংস্থা : কিছু না পরলেও সুন্দর দেখায় মেয়েদের।একটি সভায় মহিলাদের পোশাক নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। মুম্বইয়ে পতঞ্জলীর যোগপীঠের আয়োজনে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যের একটি যোগ প্রশিক্ষণ শিবিরে ছিলেন রামদেব। সেই সময় মহিলারা যোগচর্চার জন্য বিশেষ পোশাক পরেছিলেন।

‘পোশাক না পরলে মেয়েদের সুন্দর লাগে’, বেফাঁস মন্তব্য রামদেবের, তুঙ্গে বিতর্ক

যোগাসনের প্রশিক্ষণ শেষ হওয়ার পরই রামদেবের বক্তব্য শুরু হয়ে যায়। ফলে মহিলারা পোশাক বদলের সময় পাননি। যোগচর্চার পোশাক পরেই যোগগুরুর বক্তব্য শুনতে বসে যান। যা দেখে মজাচ্ছলে রামদেব বলেন, “শাড়ি পরলে মেয়েদের ভাল লাগে। সালোয়ার-কামিজ পরলে ভাল লাগে মেয়েদের।”

‘পোশাক না পরলে মেয়েদের সুন্দর লাগে’, বেফাঁস মন্তব্য রামদেবের, তুঙ্গে বিতর্ক

এরপর রামদেবের বিস্ফোরক মন্তব্য, “আমার চোখে কিছু না পরলেও মেয়েদের সুন্দর লাগে।”বাবাজির এমন মন্তব্যে সভাস্থলের সকলে বেজায় অস্বস্তিতে পড়েন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত মেয়েদের মধ্যে গুঞ্জন শুরু হয়।এদিকে বিতর্কিত বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ঝামেলা বাড়ে। শুরু হয় নিন্দা।

‘পোশাক না পরলে মেয়েদের সুন্দর লাগে’, বেফাঁস মন্তব্য রামদেবের, তুঙ্গে বিতর্ক

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি যোগগুরু বাবাজি। অন্যদিকে রামদেবের এই বিতর্কিত মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ভিডিওটি টুইট করে রামদেবকে ক্ষমা চাওয়ার কথা বলেন।

Most Popular