Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যশূন্যপদ তৈরির নির্দেশ দিয়েছিলেন ব্রাত্য বসু : শিক্ষাসচিব

শূন্যপদ তৈরির নির্দেশ দিয়েছিলেন ব্রাত্য বসু : শিক্ষাসচিব

স্টাফ রিপোর্টার : অযোগ্যদের নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়ে একথাই বলে এলেন শিক্ষসচিব মণীশ জৈন। তাঁর স্বীকারোক্তির পর বিচারপতির বিস্ফোরক মন্তব্য, গোটা মন্ত্রিসভাকে এই মামলায় আমি পক্ষ করতে পারি। ডেকে পাঠাতে পারি রাজ্যের সব মন্ত্রীকে।এদিন আদালতের তলবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন শিক্ষা সচিব মণীশ জৈন। বিচারপতি তাঁর কাছে জানতে চান, কার নির্দেশে অযোগ্যদের জন্য শূন্যপদ তৈরি করা হয়েছিল। তিনি বলেন, উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশেই তৈরি হয়েছে শূন্যপদ। নির্দেশ দিয়েছিলেন খোদ শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন আইন দফতরের সঙ্গে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত নিতে। শিক্ষা দফতর এব্যাপারে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলেন। দুই দফতরের আলোচনার ভিত্তিতে তৈরি হয় নোট। সেই নোট আমি মন্ত্রিসভার বৈঠকে পাঠাই। এর পর মন্ত্রিসভায় শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়।

Most Popular