Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যউপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ বিশ্বভারতীতে

উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ বিশ্বভারতীতে

স্টাফ রিপোর্টার: শুক্রবার পড়ুয়াদের উপর হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের কাছে ধর্না মঞ্চ তৈরি করে শুরু হয়েছে আন্দোলন ।বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকদের একটা বড় অংশ প্রতিবাদ করে আসছে বেশ কিছুদিন ধরেই ৷ পূর্বে আন্দোলনকারী কয়েকজন পড়ুয়াকে ভর্তি নেওয়া হচ্ছে না, গবেষণায় বাধা দেওয়া হচ্ছে, এমনই নানা অভিযোগে বুধবার উপাচার্যকে নিজের দফতরে ঘেরাও করেন পড়ুয়ারা ৷ অভিযোগ, সেই সময় উপাচার্যকে ঘেরাও মুক্ত করতে কর্মী, নিরাপত্তারক্ষীরা গাঁইতি, শাবল, বাঁশ নিয়ে গেট খুলতে উদ্যত হয়েছিলেন ৷ ফলে রীতিমতো পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি হয় নিরাপত্তারক্ষীদের ৷ আহত হন দুই পড়ুয়া ও এক নিরাপত্তারক্ষী । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷কেন পড়ুয়াদের উপর হামলা করা হল, কেন নিরাপত্তারক্ষীরা গাঁইতি, শাবল, বাঁশ নিয়ে পড়ুয়াদের উপর চড়াও হলেন, এই প্রশ্ন তুলে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা ।পড়ুয়াদের দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে ।

Most Popular