Friday, March 29, 2024
Homeজেলানামখানা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা

নামখানা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা

রবীন্দ্রনাথ মন্ডল ও অমিত মন্ডল, নামখানা : নানান দাবি দাওয়া তুলে ধরে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লক অফিসের সামনে দুই শতাধিক মিড ডে মিলের কর্মীরা বিক্ষোভ দেখান। মূলত বকেয়া টাকা মেটানো, মাসিক ভাতা বৃদ্ধি, ছুটির মেয়াদ, মিড ডে মিলের কর্মীদের সরকারি স্বীকৃতি সহ প্রায় ১৩ দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা।

নামখানা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা

এ বিষয়ে এক বিক্ষোভকারী সম্পা পাল মন্ডল জানান, “মিড ডে মিলের কর্মীরা সকাল থেকে হাড়ভাঙ্গা খাটুনি খেটে মাসিক মাত্র দেড় হাজার টাকা পেয়ে থাকেন। সেই টাকাও বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকা মেটানো, মাসিক ভাতা বৃদ্ধি সহ মোট ১৩ দফা দাবি তুলে ধরে এদিন ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।”

নামখানা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা

এদিন সকাল ১০টা থেকে নামখানা ব্লক অফিসের সামনে মিড ডে মিলের কর্মীরা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ চলে প্রায় ৩ ঘন্টা ধরে। পরে নামখানার সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে তাঁরা দেখা করে একটি ডেপুটেশন জমা দেন।

নামখানা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা

তবে এদিন বিক্ষোভ দেখানোর সময় একজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বলে বিক্ষোভকারীরা জানান।

Most Popular