Friday, April 26, 2024
spot_img
HomeUncategorized৫০ ওভারে ৫০৬ রান, ক্রিকেটে নতুন ইতিহাস তামিলনাড়ুর, ২৭৭ রানের ইনিংস জগদীশনের

৫০ ওভারে ৫০৬ রান, ক্রিকেটে নতুন ইতিহাস তামিলনাড়ুর, ২৭৭ রানের ইনিংস জগদীশনের

সংবাদ সংস্থা: বিজয় হাজারে ট্রফিতে বিশ্বরেকর্ড।মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন জগদীশনের ঝুলিতে। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এহেন নজির এর আগে কোনও ক্রিকেটারই গড়তে পারেননি।

৫০ ওভারে ৫০৬ রান, ক্রিকেটে নতুন ইতিহাস তামিলনাড়ুর, ২৭৭ রানের ইনিংস জগদীশনের

পরপর চারটি শতরান করার রেকর্ড রয়েছে কুমার সঙ্গকারা, দেবদত্ত পাড়িক্কালের। সোমবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে খেলতে নেমেছিল তামিলনাড়ু। শক্তিশালী দলের বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারেননি অরুণাচলের বোলাররা। মাত্র ৭৬ বলে শতরান পূর্ণ করেন জগদীশন। এরপরেই আরও মারমুখী হয়ে ওঠেন তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার।

৫০ ওভারে ৫০৬ রান, ক্রিকেটে নতুন ইতিহাস তামিলনাড়ুর, ২৭৭ রানের ইনিংস জগদীশনের

পরের সেঞ্চুরি হাঁকাতে মাত্র ৩৮টি বল খেলেন তিনি। দু’শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েও থামানো যায়নি তাঁকে। শেষ পর্যন্ত ২৭৭ রানে তাঁর ইনিংস শেষ হয়। ২৫টি চার ও ১৫টি ওভার বাউণ্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। অনবদ্য ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান করার নজির গড়েন নারায়ণ জগদীশন।টপকে গিয়েছেন রোহিত শর্মার ২৬৪ রানের ইনিংসকেও। অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ৫০৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে তামিলনাড়ু।

৫০ ওভারে ৫০৬ রান, ক্রিকেটে নতুন ইতিহাস তামিলনাড়ুর, ২৭৭ রানের ইনিংস জগদীশনের

বিশ্বের প্রথম দল হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকায় তারা। পরে পালটা ব্যাট করতে নামা অরুণাচলপ্রদেশকে ২৮.৪ ওভারে মাত্র ৭১ রানে অল-আউট করে দেয় তামিলনাড়ু। সুতরাং ৪৩৫ রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। জয়ের ব্যবধানের নিরিখেও এটি বিশ্বরেকর্ড।

Most Popular