Friday, March 29, 2024
Homeকলকাতাপুরনিগমে থাকবে দুজন করে ডেপুটি মেয়র, বিধানসভায় পাশ বিল

পুরনিগমে থাকবে দুজন করে ডেপুটি মেয়র, বিধানসভায় পাশ বিল

স্টাফ রিপোর্টার : রাজ্যের পাঁচটি পুরনিগমে প্রশাসনিক পদে বদল আনতে চলেছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রক। এবার থেকে ওই পুরনিগমগুলিতে একজনের পরিবর্তে দুজন করে ডেপুটি মেয়র রাখা হবে। এই মর্মে বিধানসভায় পাশ হল পুর-সংশোধনী বিল।সোমবার বিধানসভায় পেশ করেন ফিরহাদ হাকিম। বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন। চলে হইহট্টগোলও।

পুরনিগমে থাকবে দুজন করে ডেপুটি মেয়র, বিধানসভায় পাশ বিল

পরে ওয়াক আউট করে বেড়িয়ে যান বিজেপি বিধায়করা।এরপর বিনা বাধায় পাশ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২।রাজ্যপাল সই করলে বিলটি আইনে পরিণত হতে বাধা থাকবে না। জানা গিয়েছে, পুর প্রশাসকদের ও আধিকারিকদের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে সংশোধিত বিলে।

পুরনিগমে থাকবে দুজন করে ডেপুটি মেয়র, বিধানসভায় পাশ বিল

এই পদে এক্সিকিউটিভ পদের অফিসারদের নিয়োগের প্রস্তাব রয়েছে। কারও উপর নির্ভর না করে আর্থিক সিদ্ধান্ত-সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তাঁরা। বিলটি আইনে পরিণত হলে পুরনিগমের খরচ, নিয়োগ, পরিকল্পনা বাস্তবায়ন-সহ একাধিক কাজ নিজেদের সিদ্ধান্তেই করতে পারবেন মেয়র, ডেপুটি মেয়ররা।

পুরনিগমে থাকবে দুজন করে ডেপুটি মেয়র, বিধানসভায় পাশ বিল

বিলটি আইনে পরিণত হলে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল পুরনিগমে আরও একজন করে ডেপুটি মেয়র বসবেন।

Most Popular