Tuesday, April 23, 2024
spot_img
Homeদেশ৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত

৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত

সংবাদ সংস্থা: প্রত্যাশামতোই পিছিয়ে দেওয়া হল সংসদের শীতকালীন অধিবেশন। নভেম্বরের পরিবর্তে আগামী ৭ ডিসেম্বর থেকে এবাবেরে শীতকালীন অধিবেশন শুরু হবে এবং তা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিনের মধ্যে ১৭ টি কাজের দিন পাওয়া যাবে। শুক্রবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী একথা জানিয়েছেন।

৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত

উল্লেখযোগ্যভাবে, এই প্রথম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উচ্চকক্ষের কার্যভার পরিচালনা করবেন। সাধারণত নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়। গত বছর শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ২৯ নভেম্বর থেকে এবং তা চলেছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত।

৭ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত

যেহেতু আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত গুজরাটে বিধানসভা ভোট রয়েছে তার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারের কাজে ব্যস্ত থাকবেন। সেই কারণে এবার সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে।

Most Popular