Thursday, March 28, 2024
HomeUncategorizedফুটবল বিশ্বকাপে অশালীন পোশাক পরলেই জেল

ফুটবল বিশ্বকাপে অশালীন পোশাক পরলেই জেল

সংবাদ সংস্থা : ফুটবল বিশ্বকাপের আগে একের পর এক বিতর্কে জড়াচ্ছে কাতার। এ বার বিতর্ক কাতারের আরও একটি আইন নিয়ে।কোনও মহিলা দর্শক খোলামেলা পোশাক পরলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। জেলের সাজা পর্যন্ত হতে পারে।

ফুটবল বিশ্বকাপে অশালীন পোশাক পরলেই জেল

জানা গিয়েছে, কাতারে পা রাখা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হচ্ছে, তাঁরা যাতে খোলামেলা পোশাক না পরেন। মূলত কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে তাঁদের।শুধু স্টেডিয়াম নয়, মিউজ়িয়াম ও অন্যান্য সরকারি দফতরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে তাঁদের।

ফুটবল বিশ্বকাপে অশালীন পোশাক পরলেই জেল

উল্লেখ্য, কাতারের আইন অনুযায়ী মহিলাদের গোটা শরীর ঢাকা পোশাক পরতে হয়। এর অন্যথা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হয়। এই অবস্থায় ফিফার ওয়েবসাইটে স্পষ্ট করা হল, মহিলারা তাঁদের পছন্দসই পোশাক পরে স্টেডিয়ামে আসতে পারেন বটে। কিন্তু সেই পোশাক হতে হবে ‘শালীন’।

Most Popular