Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যআলিমুদ্দিন ঘেরাও করব, বামপন্থী আইনজীবীদের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদেরই

আলিমুদ্দিন ঘেরাও করব, বামপন্থী আইনজীবীদের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদেরই

স্টাফ রিপোর্টার : বামপন্থী আইনজীবীরা চাকরিতে বাধা দিলে এ বার আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাও করা হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের একাংশ। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে সম্প্রতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সেলিংয়ে ডাক পাওয়া রাজু দাস নামে এক চাকরিপ্রার্থী।

আলিমুদ্দিন ঘেরাও করব, বামপন্থী আইনজীবীদের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদেরই

রাজুর হুঁশিয়ারি, ‘‘আমরা সরকার বিরোধী আন্দোলন করেছি, এ বার সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাও করব। বামপন্থী যাঁরা আইনজীবী আছেন তাঁরা ভাল করে শুনে রাখুন আপনারা যে ভাবে আমাদের পাশে ছিলেন তেমন যদি না থাকেন, যদি বিরোধিতা করেন তা হলে তা হলে পশ্চিমবঙ্গ থেকে সিপিএমের অস্তিত্ব শেষ করে দেব।’’

আলিমুদ্দিন ঘেরাও করব, বামপন্থী আইনজীবীদের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদেরই

রাজুর ব্যাখ্যা, ‘‘মূলত, এই মামলাটি যিনি উত্থাপন করেছেন তিনি বিকাশরঞ্জন ভট্টাচার্য। শূন্য পদ থাকলে প্যানেলভুক্তদের নিয়োগ করা নিয়ম। অনেক জায়গায় এমন হয়েছে। কিন্তু এখানে আমাদের বাধা দেওয়ার রাজনৈতিক চক্রান্ত করছে বিরোধীরা।’’গোটা বিষয়টি নিয়ে রাজুর অভিযোগ,

আলিমুদ্দিন ঘেরাও করব, বামপন্থী আইনজীবীদের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদেরই

বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন এবং ফিরদৌস শামিম তাঁদের চাকরি পেতে বাধা দিচ্ছেন।যদিও, এই ক্ষোভের কথা শুনে তা তৃণমূলের ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Most Popular