Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যমমতার কোলে শিশু, সুকান্তের কোল ঘেঁষে বালিকা, ভোটের আগে উঠছে অন্য প্রশ্ন

মমতার কোলে শিশু, সুকান্তের কোল ঘেঁষে বালিকা, ভোটের আগে উঠছে অন্য প্রশ্ন

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন। বাংলায় রাজ্য সরকার এই দিনটায় সকলের জন্য ছুটি ঘোষণা করে আদিবাসীদের প্রতি আগেই বার্তা দিয়েছে। ফি বছরের মতো এ বারেও এই দিনে নানা কর্মসূচি ছিল তৃণমূলের এবং রাজ্য সরকারের। তারই অঙ্গ হিসাবে পূর্ব ঘোষিত কর্মসূচিতে ঝাড়গ্রাম গিয়েছিলেন মমতা। সভা মিটতে ফেরার পথে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঢুকে পড়েন আদিবাসী গ্রামে।

মমতার কোলে শিশু, সুকান্তের কোল ঘেঁষে বালিকা, ভোটের আগে উঠছে অন্য প্রশ্ন

মাঝে একটি তেলেভাজার দোকানে গিয়ে নিজে তো চপ খানই, সঙ্গীদের নিজে হাতে তুলে তুলে খাওয়ান। আর আদিবাসী গ্রামে ঢুকে একটি পরিবারের সঙ্গে কথা বলার সময় একটি মাস তিনেকের শিশুকে কোলে তুলে নেন। সেই ছবি টুইট করা হয়েছে তৃণমূলের পক্ষেও।অন্য দিকে, রাজ্য বিজেপিও একটি ছবি ছড়িয়ে দিয়েছে।

মমতার কোলে শিশু, সুকান্তের কোল ঘেঁষে বালিকা, ভোটের আগে উঠছে অন্য প্রশ্ন

ঝাড়গ্রাম জেলার অন্য প্রান্তে গোপীবল্লভপুরে এ দিন বিরসা মুন্ডার জন্মদিন পালনের কর্মসূচিতে যান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে সভার পাশাপাশি একটি আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ছবিও তোলেন। একটি ছবিতে দেখা যায় এক আদিবাসী বালিকা সুকান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে।

মমতার কোলে শিশু, সুকান্তের কোল ঘেঁষে বালিকা, ভোটের আগে উঠছে অন্য প্রশ্ন

দুই রাজনীতিকের এই আদর দেখে অবশ্য অন্য প্রশ্নও উঠছে।সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই রাজ্যের একটা বড় অংশে আদিবাসী ভোট সব রাজনৈতিক দলের কাছেই গুরুত্বপূর্ণ। তাই দুই দলের দুই নেতৃত্বের একই দিনে আদিবাসী পরিবারের সঙ্গে সংযোগে রাজনৈতিক গন্ধ থাকাটাকেও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল।

Most Popular