Thursday, April 25, 2024
spot_img
HomeUncategorized‘জঙ্গলমহল ছুটি নয়, চাকরি চায়’: শুভেন্দু

‘জঙ্গলমহল ছুটি নয়, চাকরি চায়’: শুভেন্দু

স্টাফ রিপোর্টার: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে দলীয় সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘জঙ্গলমহলের ঢোকার রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না৷

‘জঙ্গলমহল ছুটি নয়, চাকরি চায়’: শুভেন্দু

আগামী দিনে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার হবে৷’এদিন শুভেন্দু অধিকারী বলেন, “অপা-পার্থর ৫০ কোটি৷ কেষ্টর ১৫০ কোটি৷ মানিকের ৩০ কোটি৷ সবাই তৈরি আছেন তো? নন্দীগ্রাম নিয়ে ওদের খুব জ্বালা৷ আমি বাংলার বেকার যুবক যুবতীকে বলব একটা করে পোস্ট কার্ড পাঠান৷ গোটা বাংলায় ২ কোটি বেকার তৈরি করেছে।

‘জঙ্গলমহল ছুটি নয়, চাকরি চায়’: শুভেন্দু

বাংলাকে সর্বনাশ করে দিয়েছে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে৷ জঙ্গলমহলের মানুষ বঞ্চিত৷ জঙ্গলমহলের মানুষ গোটা রাজ্যের মানুষের মতো নিপীড়িত৷ তাই গ্রামের মানুষকে অধিকার বুঝে নিতে হবে৷” শুভেন্দু বলেন,

‘জঙ্গলমহল ছুটি নয়, চাকরি চায়’: শুভেন্দু

“জঙ্গলমহলের বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী বলছেন, আমি বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি। আরে, জঙ্গলমহল ছুটি চায় না। জঙ্গলমহল চাকরি চায়। জঙ্গলমহল জমি, জঙ্গল, জলের অধিকার ফিরে পেতে চায়।”

Most Popular