Friday, March 29, 2024
Homeজেলাঅখিলের মন্তব্যের জন্য নেত্রী ক্ষমা চেয়েছেন, বিজেপির কারও কি সেই ক্ষমতা আছে,...

অখিলের মন্তব্যের জন্য নেত্রী ক্ষমা চেয়েছেন, বিজেপির কারও কি সেই ক্ষমতা আছে, প্রশ্ন অভিষেকের

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার:
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরি যে মন্তব্য করেছেন, তার জন্য সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চেয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির যদি কেউ এমন মন্তব্য করেন, তার জন্য ওদের কেউ ক্ষমা চাইতে পারবেন কি? প্রশ্ন করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অখিলের মন্তব্যের জন্য নেত্রী ক্ষমা চেয়েছেন, বিজেপির কারও কি সেই ক্ষমতা আছে, প্রশ্ন অভিষেকের

মঙ্গলবার বিকালে ডায়মন্ড হারবারে রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা দল কোনও ভাবে মেনে নেয়নি এবং আগামী দিনেও কেউ বাজে কোনও মন্তব্য করলে দল মেনে নেবে না। পাল্টা তিনি সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন তোলেন, বিজেপির কেউ খারাপ মন্তব্য করলে ওদের দলের কেউ ক্ষমা চাইবে কি?

অখিলের মন্তব্যের জন্য নেত্রী ক্ষমা চেয়েছেন, বিজেপির কারও কি সেই ক্ষমতা আছে, প্রশ্ন অভিষেকের

পাশাপাশি এদিন তিনি পার্থ চট্রোপাধ্যায় সম্পর্কে বলেন, দল ওঁর মতো একজন নেতাকে বরখাস্ত করেছে।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিধায়ক, পুরসভার চেয়ারম্যান , পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ পুলিশ ও প্রশাসন আধিকারিকদের নিয়ে এদিন বিকাল ৩.৩০ মিনিট থেকে তিনি বৈঠক শুরু করেন।

অখিলের মন্তব্যের জন্য নেত্রী ক্ষমা চেয়েছেন, বিজেপির কারও কি সেই ক্ষমতা আছে, প্রশ্ন অভিষেকের

তা চলে প্রায় আড়াই ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে অভিষেক রাজ্যের বিরোধী দলনেতার নাম না করে তাঁকে তীব্র কটাক্ষ করেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি জানান, এবার পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ ভাবে হবে।

Most Popular