Thursday, April 25, 2024
spot_img
HomeUncategorizedলাল বলের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ওয়ার্নারের

লাল বলের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ওয়ার্নারের

সংবাদ সংস্থা: অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। আগামী বছর ইংল্যান্ডে হতে চলা অ্যাসেজ সিরিজের পরেই হয়তো পাঁচ দিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৬ বছরের বাঁহাতি এই তারকা ওপেনার।অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৯৬টি টেস্টে ৭৮১৭ রান করেছেন ওয়ার্নার, সর্বোচ্চ অপরাজিত ৩৩৫, ব্যাটিং গড় ৪৬.৫২। টেস্টে ২৪টি সেঞ্চুরি আছে ওয়ার্নারের।

লাল বলের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ওয়ার্নারের

২০১১ সাল থেকে দেশের হয়ে টেস্ট খেলছেন ওয়ার্নার। আইপিএল সহ ফ্র্যাঞ্চাইজি লিগ, সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ার দীর্ঘ করতে ওয়ার্নার টেস্ট ছাড়তে চলেছেন বলে জানা গিয়েছে।।অস্ট্রেলিয়া এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন। এর পরেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ওয়ার্নার। একটি ইভেন্টে তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটই হবে প্রথম ফরম্যাট, যা আমি ছাড়তে পারি। সম্ভবত এটাই টেস্ট ক্রিকেটে আমার শেষ ১২ মাস।’

লাল বলের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ওয়ার্নারের

৫০ ওভারের বিশ্বকাপ আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে, যেখানে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়ার্নার অবশ্য স্পষ্ট করেছেন যে, তিনি এই দুটি প্রতিযোগিতাতেই খেলতে চান। তিনি বলেন, ‘আমি সীমিত ওভারের ক্রিকেট পছন্দ করি, এটা অসাধারণ। আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পছন্দ করি এবং আমি ২০২৪ বিশ্বকাপে খেলতে চাই।’

Most Popular