Friday, March 29, 2024
Homeকলকাতামুরগির মাংসের দাম কমান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ মমতার

মুরগির মাংসের দাম কমান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ মমতার

স্টাফ রিপোর্টার: শীত আসতেই ধীরে ধীরে শাক-সবজি থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বেড়েছে। কার্যত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে তাতে মধ্যবিত্তের উপর ক্রমশ চাপ বাড়ছে। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার নবান্নে টাস্ক ফোর্স, কৃষি বিপণন দফতরের সঙ্গে এই বৈঠক করেন তিনি।

মুরগির মাংসের দাম কমান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ মমতার

আর সেখানেই মূল্যবৃদ্ধি নিয়ে একাধিক নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে বেশ কিছু আশঙ্কাও প্রকাশ করেন তিনি।আলু কিংবা মাংসের দাম নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ২৫ টাকা করে আলু বিক্রি হচ্ছে বলেও এদিন বৈঠকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমঘর মালিকদের সাফ বলেন, ”এত আলু মজুত করলে হবে না। ৫০ শতাংশ আলু কোল্ড স্টোরেজ থেকে ছেড়ে দিন।

মুরগির মাংসের দাম কমান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ মমতার

মানুষের স্বার্থে, বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করতে হবে। চাষিদের হাতে যেন সেই টাকা পৌঁছয়। যদি আপনারা তা না করেন, তাহলে আমি সুফল বাংলা স্টল থেকে আলু কমদামে বিক্রি করব।” সুফল বাংলা স্টলগুলিকেও সতর্ক করে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সুফল বাংলায় শাক-সবজি স্টক বাড়ান।”

মুরগির মাংসের দাম কমান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ মমতার

মুরগির মাংসের দাম বেশি কেন? বৈঠকে টাস্ক ফোর্সের সদস্যদের কাছে এই প্রশ্ন তোলেন তিনি। সেই দাম কমাতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ডিমের উৎপাদন বাড়াতে বলেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একেকটি গ্রুপ তৈরি করে স্টল দিয়ে সেখান থেকে সবজি সরবরাহের পরামর্শ দেন।

মুরগির মাংসের দাম কমান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ মমতার

পাশাপাশি, সব্জির গাড়িতে কিছু পাচার হতে পারে বলেও আশঙ্কা তাঁর। আর সেদিকে তাকিয়ে পুলিশ প্রশাসনকে নাকা চেকিং বাড়াতে বলেন পুলিশমন্ত্রী। একই সঙ্গে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি।

Most Popular