Tuesday, April 23, 2024
spot_img
Homeদেশহিমাচলে আত্মবিশ্বাসী বিজেপি, মাটি কামড়ে প্রচারে কংগ্রেস

হিমাচলে আত্মবিশ্বাসী বিজেপি, মাটি কামড়ে প্রচারে কংগ্রেস

সংবাদ সংস্থা:কাল হিমাচল প্রদেশে ভোটগ্রহণ। প্রায় সব জনমত সমীক্ষা বলছে হিমাচলে নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরবে বিজেপি। প্রচারের বহরও তেমনই ইঙ্গিত করছে। ভোট ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়েছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার দলের সর্ভভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে ভূমিপুত্র অনুরাগ ঠাকুর প্রচারে ঝড় তুলেছিলেন।

হিমাচলে আত্মবিশ্বাসী বিজেপি, মাটি কামড়ে প্রচারে কংগ্রেস

দফায় দফায় পাহাড়ে গিয়েছেন মোদি-শাহরা।অন্যদিকে, ‘ভারত জোড়ো’ যাত্রায় ব্যস্ত থাকায় হিমাচলে প্রচারেই যাননি রাহুল গান্ধী। দায়িত্ব ছেড়েছেন বোন প্রিয়াঙ্কার ওপর। এছাড়াও ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, সাংসদ রাজীব শুক্লা ও শচিন পাইলটরা হিমাচলের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে বেরিয়েছেন। এদিন সতৌনে জনসভা করেন সোনিয়া কন্যা। তারপর সিমলাতে পরিবর্তন প্রতিজ্ঞা মিছিল করেন।

হিমাচলে আত্মবিশ্বাসী বিজেপি, মাটি কামড়ে প্রচারে কংগ্রেস

সেখানে প্রিয়ঙ্কা দাবি করেন, বিজেপির শাসনে পাহাড়ের মানুষের কি বিকাশ হয়েছে তা ভোটবাক্স খুললেই বোঝা যাবে। কারণ হিমাচলে বিজেপি পরিবারতন্ত্র চালাচ্ছে। বিজেপির ‘জুমলা’ মানুষ ধরে ফেলেছে। তাই পরিবর্তন আসন্ন বলে দাবি করেন তিনি

Most Popular