Thursday, March 28, 2024
Homeরাজ্যসাত বছর পর টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করল পর্ষদ, তাও আবার অসম্পূর্ণ

সাত বছর পর টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করল পর্ষদ, তাও আবার অসম্পূর্ণ

স্টাফ রিপোর্টার: ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অসম্পূর্ণ তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০১৪ সালের ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলেও তা অসম্পূর্ণ। একই সঙ্গে ২০১৪ সালের টেট-এ ৮২ পেয়েছেন এ রকম সাত হাজারেরও বেশি সংরক্ষিত পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে পর্ষদ।

সাত বছর পর টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করল পর্ষদ, তাও আবার অসম্পূর্ণ

অসম্পূর্ণ সেই তালিকাও।এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের ব্যাখ্যা, “যেগুলো নেই দু’ একদিনের মধ্যে আমরা তা ক্ল্যারিফাই করে দেব। অনেক ক্ষেত্রে রোল নম্বর রয়েছে। রোল নম্বর তো ইউনিক আইডি। একই নামে একাধিক ব্যক্তি থাকেন। ১ লক্ষ ২৫ হাজার কিন্তু অনেকটা।

সাত বছর পর টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করল পর্ষদ, তাও আবার অসম্পূর্ণ

আমরা এটা মহামান্য আদালতের নির্দেশ ছিল, তাকে মান্যতা দিয়ে প্রকাশ করেছি। এটা কিন্তু খুব একটা সরল কাজ নয়। যদি দু’ একটি ক্ষেত্রে ত্রুটি থাকে, সেটাকে আমরা সংশোধন করে নেব।”

Most Popular