Friday, March 29, 2024
Homeবিদেশমলদ্বীপের আবাসনে বিধ্বংসী আগুনে ৮ ভারতীয় সহ ১১ জনের মৃত্যু

মলদ্বীপের আবাসনে বিধ্বংসী আগুনে ৮ ভারতীয় সহ ১১ জনের মৃত্যু

সংবাদ সংস্থা: মলদ্বীপের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল একাধিক বিদেশি শ্রমিকের। রিপোর্ট অনুযায়ী, মলদ্বীপের রাজধানী মালের লজে অগ্নিকাণ্ডের জেরে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন ভারতীয় এবং ১ জন বাংলাদেশি।রিপোর্ট অনুযায়ী,দমকল বাহিনী জানিয়েছে, মলদ্বীপের রাজধানী মালের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসনে আগুন লাগে।

মলদ্বীপের আবাসনে বিধ্বংসী আগুনে ৮ ভারতীয় সহ ১১ জনের মৃত্যু

ওই আবাসনের নীচের তলে গাড়ি সারাইয়ের গ্যারেজ আছে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ক্রমশ উপরের তলকে গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। উপরের তল থেকে কমপক্ষে ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা। অপর একটি রিপোর্ট অনুযায়ী, ১১ জন মারা গিয়েছেন।মৃতদের মধ্যে আটজন ভারতীয় নাগরিক।

মলদ্বীপের আবাসনে বিধ্বংসী আগুনে ৮ ভারতীয় সহ ১১ জনের মৃত্যু

একজন বাংলাদেশের নাগরিক। তাঁদের পরিচয় নিয়ে আপাতত কিছু জানানো হয়নি।বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মলদ্বীপে ভারতীয় হাইকমিশনের তরফে শোকপ্রকাশ করা হয়েছে। হাইকমিশনের তরফে টুইটারে বলা হয়েছে, ‘মালেতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। যে ঘটনায় অনেকের প্রাণহানি হয়েছে।

মলদ্বীপের আবাসনে বিধ্বংসী আগুনে ৮ ভারতীয় সহ ১১ জনের মৃত্যু

ভারতীয় নাগরিকদেরও মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা মলদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছি। কোনও সহায়তার জন্য এই নম্বরগুলিতে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা যাবে – (+9607361452 এবং +9607790701)।’

Most Popular