Thursday, April 25, 2024
spot_img
HomeUncategorizedবিদেশি লিগে খেললে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে: রাহুল, মুখ খুললেন রোহিত-...

বিদেশি লিগে খেললে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে: রাহুল, মুখ খুললেন রোহিত- বিরাটের ভবিষ্যৎ নিয়ে

সংবাদ সংস্থা: অপেক্ষাকৃত বেশি বয়সী ক্রিকেটারদের উপরে কি বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে ভারত? বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরেই এই প্রশ্নের মুখে পড়তে হল ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে।ভাবতই প্রশ্ন উঠছে রোহিত শর্মা, বিরাট কোহলির টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। যদিও সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রাহুল দ্রাবিড়।

বিদেশি লিগে খেললে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে: রাহুল, মুখ খুললেন রোহিত- বিরাটের ভবিষ্যৎ নিয়ে

দলের ‘বয়স্ক’ মহাতারকাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হলে হেড কোচ বলেন, ‘সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও অনেক সময় রয়েছে। সেমি ফাইনালের পর এসব বলা কঠিন। রোহিত, কোহলি, ভুবনেশ্বররা দারুণ পারফর্মার। আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।’

বিদেশি লিগে খেললে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে: রাহুল, মুখ খুললেন রোহিত- বিরাটের ভবিষ্যৎ নিয়ে

রাহুলকে জিজ্ঞাসা করা হয়, ভারতীয় ক্রিকেটাররা কি অন্য দেশের টুর্নামেন্টে খেলতে পারেন? কিন্তু এই প্রস্তাব একেবারেই উড়িয়ে দেন ভারতের কোচ। তিনি বলেন, “যদি ক্রিকেটাররা অন্য দেশে গিয়ে খেলতে থাকেন, তাহলে ভারতের ঘরোয়া ক্রিকেট একেবারে শেষ হয়ে যাবে। টেস্ট ক্রিকেট খেলার মানসিকতা তৈরি হবে না উঠতি ক্রিকেটারদের মধ্যে।”ভারতের কোনও বোলার উইকেট নিতে পারেননি।

বিদেশি লিগে খেললে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে: রাহুল, মুখ খুললেন রোহিত- বিরাটের ভবিষ্যৎ নিয়ে

দ্রাবিড় বলেন, “আমি হতাশ। শুরুতে উইকেট নিতে পারলে আমরা ওদের চাপে ফেলতে পারতাম। প্রথম ৬ ওভারেই হেরে গিয়েছিলাম। দুই ইনিংসের প্রথম ৬ ওভারে ভাল খেলতে পারিনি। এই ম্যাচকে যদি ৫ ভাগে ভাগ করা হয় তা হলে আমরা চারটেতেই হেরে গিয়েছি। শুধু শেষ ৫ ওভারে আমরা ভাল ব্যাটিং করেছিলাম।”

Most Popular