Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যটাকা নিয়ে পাস করানো হয়েছে ৩২৫ প্রার্থীকে, মানিকের বিরুদ্ধে অভিযোগ ইডি-র, হেফাজতে...

টাকা নিয়ে পাস করানো হয়েছে ৩২৫ প্রার্থীকে, মানিকের বিরুদ্ধে অভিযোগ ইডি-র, হেফাজতে আরও ১৪ দিন

স্টাফ রিপোর্টার: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও বিপাকে প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। টাকার বিনিময়ে টেট পাস করানো হয় ৩২৫ জনকে। এর পেছনে মুখ্য ভূমিকা রয়েছে মানিকের। আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল ইডি। বৃহস্পতিবার ফের মানিককে আদালতে পেশ করা হয়েছিল।

টাকা নিয়ে পাস করানো হয়েছে ৩২৫ প্রার্থীকে, মানিকের বিরুদ্ধে অভিযোগ ইডি-র, হেফাজতে আরও ১৪ দিন

আদালতে ইডি-র দাবি, ২০১৪ সালে ফেল করেছেন এমন ৩২৫ জন প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে।কিন্তু তাঁদের থেকে মাথা পিছু ৭ লক্ষ টাকা করে নিয়ে নম্বর বাড়িয়ে যোগ্যতার তালিকায় নাম তুলে দেওয়া হয়। তার জেরেই তাঁরা চাকরি পান। যার নেপথ্যে রয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের ছেলের পর এ বার তাঁর জামাইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তদন্তকারীরা।

টাকা নিয়ে পাস করানো হয়েছে ৩২৫ প্রার্থীকে, মানিকের বিরুদ্ধে অভিযোগ ইডি-র, হেফাজতে আরও ১৪ দিন

কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, মানিক ভট্টাচার্যের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট হ্যান্ডেল করতেন তাঁর আত্মীয়রা। তালিকায় রয়েছেন তাঁর ছোট ভাই, তাঁর জামাই, জামাইয়ের বাবা। ইডির দাবি, এই তিনজনও ওই টাকার ভাগ পেয়েছেন। তাঁদের অ্যাকাউন্টে ঢুকেছে ওই টাকা। ২০১৪ সালের টেটে অনুত্তীর্ণদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য যে পরিমাণ টাকা নেওয়া হয়েছিল, তার হিসেব করলে ২৫ কোটির অঙ্ক পেরিয়ে যাবে।

টাকা নিয়ে পাস করানো হয়েছে ৩২৫ প্রার্থীকে, মানিকের বিরুদ্ধে অভিযোগ ইডি-র, হেফাজতে আরও ১৪ দিন

এছাড়া অফলাইন ট্রেনিং সেন্টারগুলি থেকে যে টাকা নেওয়া হত, তার পরিমাণ কম করে ২০ কোটি হবে। এমনকী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজির নামে ট্রেনিং সেন্টারগুলি থেকেও টাকা আদায় হয়েছিল।পাশাপাশি, ২০১৪ সালে যে ৩২৫ জন ফেল করেও চাকরি পেয়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। এছাড়াও তাঁর ডিএলএড কলেজে ভর্তির ব্যাপারেও যে টাকা নেওয়া হয়েছে সেই টাকার খোঁজও করছে ইডি।

টাকা নিয়ে পাস করানো হয়েছে ৩২৫ প্রার্থীকে, মানিকের বিরুদ্ধে অভিযোগ ইডি-র, হেফাজতে আরও ১৪ দিন

মানিকের আইনজীবী মানিক ভট্টাচার্যর জামিনের আবেদন জানান। কিন্তু বিরোধিতা জানায় ইডি। তারা ১৪ দিনের হেফাজতের আবেদন জানান।তাঁদের অভিযোগ, মানিক সহযোগিতা করছেন না।অবশেষে ইডির আবেদন মঞ্জুর করে ২৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Most Popular