Wednesday, April 24, 2024
spot_img
HomeUncategorizedঅনুশীলনে চোট রোহিতের, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল

অনুশীলনে চোট রোহিতের, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল

সংবাদ সংস্থা: সেমিফাইনালের আগে আচমকা চোট পেয়ে বসলেন অধিনায়ক রোহিত শর্মা।থ্রো ডাউনের সময় এডিলেডে চোট পান রোহিত। মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। থ্রো ডাউনের সময়ই রোহিতের ডান হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। এরপরই রোহিত অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। তখন মনে হচ্ছিল বেশ বড় চোটই পেয়েছেন রোহিত।

অনুশীলনে চোট রোহিতের, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল

রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়েছিল। রোহিতের মুখ দেখেই মনে হচ্ছিল যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গার পাশে একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন দলের মনোবিদ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিতকে ফের ব্যাটিং করতে দেখা যায়। কিন্তু তখন শুধু ডিফেন্সিভ শট খেলছিলেন রোহিত।

অনুশীলনে চোট রোহিতের, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল

খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে।ভারতীয় দলের চিকিৎসকরা রোহিতের চোটের জায়গায় নজর রাখছেন।যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেমিফাইনালের আগে পুরোপুরি সুস্থই হয়ে যাবেন ভারত অধিনায়ক।দলের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে এই চোট ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তায় রাখল টিম ম্যানেজমেন্টকে।

Most Popular